শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসাধু ও ভেজালকারীদের উৎসাহিত করছে ! সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুক মন্তব্য সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কেরানিহাট বাজার পর্যবেক্ষণ “সিআরবি’র নরসিংদী জেলা কনজিউমার এক্টিভিস্ট স্মারক সম্মাননা-২০২৫” সম্পন্ন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন যেভাবে ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র শ্রীমঙ্গল উপজেলা শাখা বাজার পর্যবেক্ষণ ঘুসের লাখ টাকা ফেরত দিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র সাতক্ষীরা জেলা শাখা কমিটির শপথ অনুষ্ঠাণ সম্পন্ন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে : সিআরবি বাজার পর্যবেক্ষণ কার্যক্রম। বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার কমিটি গঠন: সভাপতি মনজুর এলাহী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক; সিআরবি’র উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা শাখার কমিটির  শপথ গ্রহণ

আদিতমারীর দূর্গাপুর  সিমান্তে গুলিবিদ্ধ লিটন চিকিৎসাধীন অবস্থায়, ভারতে মারা গেছে। 

মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৯৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধি : মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে আহত,গরু পারাপারকারী রাখাল লিটন মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের, বিজিবি-এবং(বিএসএফের) মধ্যে উক্ত বিষয় নিয়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত অনুমানিক  ১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ -এর গুলিতে আহত হয় লিটন। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আহত লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ (বিএসএফ) ব্যাটালিয়নের বার্থার ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে লক্ষ করে  গুলি ছোড়ে। এসময় লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে( বিএসএফ )সদস্যরা তাকে নিয়ে,ভারতের  এমজেএম হাসপাতালে ভর্তি করেন।
দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলে। আজ সন্ধ্যায় বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করবে (বিএসএফ) বলে জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102