বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন Tejgaon Police Station News Correspondent ভোক্তা অধিকার সচেতনতায় শ্রীমঙ্গল উপজেলা সদরে সিআরবি’র বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বিষয়ে  জনসচেতনতা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন। বান্দরবানে সিআরবি জেলা শাখা গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“সিআরবি’র নরসিংদী জেলা কনজিউমার এক্টিভিস্ট স্মারক সম্মাননা-২০২৫” সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

কনজিউমারি এক্টিভিস্টের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথি ও অধিদপ্তরের এ ডি  জনাব মাহমুদুর রহমান

ডেস্ক রিপোর্ট: কনজিউমার নিউজ, বোলাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি।

ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজ ১৭ই আগস্ট রোজ রবিবার বিকাল ৪টায় “সিআরবি’র নরসিংদী জেলা কনজিউমার এক্টিভিস্ট স্মারক সম্মাননা-২০২৫” আনুষ্ঠিত হয়। ক্রেতা সুরক্ষায় অনন্য অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ কনজিউমার এক্টিভিস্টদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয। উক্ত সম্মননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি নরসিংদী জেলার ডিষ্ট্রিক্ট এ্যাম্বেসেডর ও জেলা সভাপতি আব্দুল হান্নান মানিক। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সার্বিক সহায়তায় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবির আয়োজনে স্মারক সম্মাননা অনুষ্ঠান অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআরবি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বণিক।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ ওবায়েদ উল্লাহ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি জেলা শাখা নরসিংদী। মোঃ মামুন ভুঁইয়া, অর্থ সম্পাদক, মোঃ আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু) প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মোঃ শাহিন (কাউছার) কার্যনির্বাহী সদস্য। মোহাম্মদ মোশারফ হোসেন কার্যনির্বাহী সদস্য। আরো উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন সভাপতি সিআরবি পলাশ উপজেলা শাখা। আব্দুল্লাহ (রহিম) সিআরবি মনোহরদী উপজেলা শাখা। সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক মনোহরদী উপজেলা শাখা।আল আমিন কার্যনির্বাহী সদস্য মনোহরদী উপজেলা শাখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাইম রিপন সভাপতি সিআরবি দুলালপুর ইউনিয়ন শাখা। মোঃ জাকির হোসেন গাজী সাধারণ সম্পাদক সিআরবি পুটিয়া ইউনিয়ন শাখা।আমান উল্লাহ মৃধা প্রমুখ

সভায় প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর অধিনে প্রতিষ্টিত হয়েছে। অধিদপ্তরের প্রধান কাজ হলো ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা, ভোক্তা অধিকার বিরোধী কাযকলাপ প্রতিরোধ করা ও ভোক্তাদের অভিযোগ গ্রহণ এবং নিস্পতিতে সহায়তা কারা। ভোক্তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা । পণ্যের গুনগত মান, বিশুদ্ধতা এবং মূল্য সম্পর্কে জানার অধিকার । ভেজাল পণ্য বিক্রী মিথ্যা বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য বন্ধ করা। কোন ভোক্তা যদি পণ্যের গুণগত মান বা সেবা নিয়ে অসন্তুষ্ট হন  তবে তিনি অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন।অধিদপ্তর সে অভিযোগ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করে, নিয়মিত বাজার মনিটরিং করে এবং ভোক্তাদের স্বাথ সূরক্ষায় নানাবিধ পদক্ষেপ নেয়। সভায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে ক্রেতা সুরক্ষায় এগিয়ে আসার জন্য কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন লোকবল সংকট সহ ভোক্তাদের সুরক্ষা দিতে অধিদপ্তরের নানাবিদ সীমাবদ্ধতা রয়েছে। তারপও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সিআরবি’র সদস্যরা স্বেচ্ছাসেবী উদ্যোমে যে ভাবে ভোক্তা সুরক্ষায় সচেষ্ট তা সত্যি প্রশংসনীয়।তাই আপনাদের এই উদ্যোমকে আরো শক্তিশালী করতে ভোক্তা অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের এই সহায়তার উদ্যোগ।আমি আশাকরি আগামীতে আপনার আরো কঠোর ভাবে ভোক্তাদের পাশে থাকবেন।

অনুষ্ঠানের সভাপতি জানাব আব্দুল হান্নান মানিক বলেন, ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি দেশের ৪৩টি জেলায় কাজ করছে।বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাই জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কমকর্তারা বেসরকারী সংগঠন হিসাবে আমাদেরকে যথাযত ভাবে সহযোগিতা করছেন না এবং নানান অজুহাতে নিজেদের দায় এড়িয়ে চলছেন। কিন্তু আমরা সিআরবি এবং নরসিংদী বাসী খুবই সৌভাগ্যবান জেলার ভোক্তা অধিদপ্তরে জনাব মাহমুদুর রহমান একজন কমকর্তা পেয়ে। আমরা যখনই যে বিষয়ে সহযোগিতা চেয়েছি তিনি হাসি মুখে এগিয়ে এছেন।উনার নিরলস প্রচেষ্ঠায় নরসিংদীতে ভেজাল ও নকল পণ্যের দৌরত্ব আনেক জেলার তুলনায় কমেছে এসছে।আমাদের মতো উন্নয়নশীল দেশে একক ভাবে সরকারী সংস্থার পক্ষে ভেজাল রোধ করা সম্ভব নয়। তাই অধিদপ্তর কমকর্তাদের আমলাতন্ত্রিক মনোভাব পরিহার এবং জবাব দিহিতা নিশ্চিত হলে ভোক্তাদের অধিকার সুনিশ্চিত হবে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে ভোক্তা অধিকার আন্দোলন সফল করার জন্য জেলায় জেলায় জনাব মাহমুদুর রহমানরে মতো কমকর্তারদের আর্ভির্ভাব হোক। অনুষ্ঠান সফর করার জন্য তিনি অধিদপ্তর, সিআরবি’র কনজিউমার এক্টিভিস্ট, সাংবাদিক ও শুভাকাংখীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102