সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন Tejgaon Police Station News Correspondent ভোক্তা অধিকার সচেতনতায় শ্রীমঙ্গল উপজেলা সদরে সিআরবি’র বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বিষয়ে  জনসচেতনতা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন।

সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত

মো:আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ছিলেন এক অনবদ্য ব্যক্তি, যার জীবনও সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস। তিনি মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে ছিলেন। তিনি ক্রেতা সুরক্ষা আন্দোলন-ভলান্টিরি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি এর প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন এবং এ সংগঠনটির মাধ্যমে গণমানুষের অধিকারের প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করে ছিলেন। বিনোদ বিহারী চৌধুরী ছিলেন এক জন দৃঢ় চেতা বিপ্লবী, যিনি সমাজের অন্ধকার দিকগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সংগ্রামী জীবন, দেশপ্রেম, এবং দেশের জন্য অবদান সারা উপমহাদেশে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ ১০ জানুয়ারি ২০২৬, তার ১১৬তম জন্মদিন উপলক্ষে সিআরবি’র উদ্যোগে মোমিন রোডের মৈত্রী ভবনে তার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিআরবি’র মহা সচিব ডিজাইনার কে. জি. এম সবুজ, দক্ষিণ জেলা শাখার সভাপতি জিএম মাহফুজুর রহমান, সিআরবি সেন্ট্রাল মনিটরিং সেলের বাড়ি ভাড়া আইন সমন্বয়ক জিয়াউল হক, মাসিক কর্ম পরিকল্পনা সমন্বয়ক জান্নাতুল মাওয়া মারুফা আকবর, পয়েন্ট এক্টিভিশন সমন্বয়ক ফাহমিনা আলম, চট্টগ্রাম মহানগর কমিটির পযবেক্ষক ভূপেন দাশ ও সেলফ এইড-এর ভাইস চেয়ারম্যান স্বপন কান্তি দাশসহ অনেকে। সিআরবি’র সাথে এই মহতী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠন সমূহ ও যোগদান করেন, যারা বিনোদ বিহারী চৌধুরীর সংগ্রামী জীবনের প্রতিশ্রদ্ধা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102