চট্টগ্রামের উন্নয়ন ও মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষামন্ত্রীর সহযোগিতা ও পরামর্শ চাইলেন সিডিএ চেয়ারম্যান
সংবাদ দাতার নাম
প্রকাশের সময় :
শনিবার, ৪ মে, ২০২৪
২০০
বার পড়া হয়েছে
ডেস্ক নিউজ :
চট্টগ্রামকে ঘিরে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন এবং অসমাপ্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
শুক্রবার শিক্ষামন্ত্রী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সিডিএ চেয়ারম্যান ইউনুছ তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান৷ এসময় দু’জনের প্রাণবন্ত আলাপে উঠে আসে চট্টগ্রামের উন্নয়নকে ঘিরে নানা পরিকল্পনা।
এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামবাসী সিডিএ চেয়ারম্যান পদে এমন একজন ব্যক্তিকে পেয়েছে যিনি বঙ্গবন্ধুর ডাকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দেলন করেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ব্যাপক জনসম্পৃক্ততা থাকায় সিডিএ চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনুছ চট্টগ্রামের জনগণের সাথে সরাসরি আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যুদ্ধ করেছি, স্বৈরাচার বিরোধী আন্দেলনের কঠিন দিনগুলো একসাথে রাজপথে কাটিয়েছি।
“মহিউদ্দিন চৌধুরীকে ঘনিষ্ঠ কর্মী হওয়ায় উনার চিন্তার বহুমাত্রিকতাকে দেখেছি খুব কাছে থেকে। আজকে চট্টগ্রামের যে উন্নত যোগাযোগ অবকাঠামো তার ভিত্তি রচনা করে দিয়েছিলেন তিনি। চট্টগ্রামকে তিনি ক্লিন সিটি, হেলদি সিটি হিসেবে গড়তে নানা পরিকল্পনা নিয়েছিলেন। চট্টগ্রামের শিক্ষা ও স্বাস্থ্যখাতও তার নেতৃত্বে এগিয়ে যায়। চট্টগ্রামকে ঘিরে মহিউদ্দিন চৌধুরীর যে স্বপ্ন ও অসমাপ্ত কর্মপরিকল্পনা তা বাস্তবায়নে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই। বিশেষ করে মন্ত্রীসভার সদস্য হওয়ায় শিক্ষামন্ত্রীর সক্রিয় সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে চাই চট্টগ্রামকে।