বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড (আরটিভি) এর আশুলিয়া প্রতিনিধি সৌরভ হোসেনকে চাকুরী হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আর টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে অব্যাহতি পত্রের মাধ্যমে জানা যায় হোসেনের প্রেরিত সংবাদ আর টিভির মানদণ্ড সন্তোষজনক নয় এবং তার কার্যক্রম সন্তোষজনক না হওয়ার কারণে আর টিভি কর্তৃপক্ষ অত্র সংস্থা হতে তাকে অব্যাহতি প্রদান করেন।
আর টিভির আইডি কার্ড এবং অন্যান্য সামগ্রী অতি দ্রুত সময়ের মধ্যে আর টিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগে বুঝিয়ে দেয়ার কথাও বলা হয়েছে সেই পত্রে।