মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন Tejgaon Police Station News Correspondent ভোক্তা অধিকার সচেতনতায় শ্রীমঙ্গল উপজেলা সদরে সিআরবি’র বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বিষয়ে  জনসচেতনতা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন। বান্দরবানে সিআরবি জেলা শাখা গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে সিআরবি জেলা শাখা গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
ক্রেতা সুরক্ষা আন্দোলন – ভলান্টারি মুভমেন্ট, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর বান্দরবান জেলা শাখা গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বান্দরবান শহরের হিলটন হল রুমে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জনাব আবিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি জি এম মাহফুজুর রহমান। নতুন কমিটির গঠন, জেলার ভোক্তা অধিকার পরিস্থিতি, মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের ভোক্তা সচেতনতা বৃদ্ধির ওপর সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
সাংবাদিক ওবাইদুল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, টিমং প্রু, উম্যাসিং মারমা, আমির মোঃ ফারুক, সেলিম রেজা, আলাউদ্দীন শাহরিয়ার, মোঃ আব্দুর রহিম, মোঃ আলী, মোঃ সাজ্জাদ হোসেন, অংচং মারমা, শংকর চাকমা, মোঃ ফোরকান, রুংশোলা এিপুরা, আবু সাঈদ ইমরান, মোঃ তারেক, মোঃ বেলাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাজারে ভেজাল, নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করতে জেলার প্রতিটি উপজেলায় সিআরবি’র তৃণমূল কার্যক্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক প্রতিকারের জন্য একটি সক্রিয় জেলা টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান অতিথি জি এম মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ভোক্তা সুরক্ষা শুধু একটি আন্দোলন নয়; এটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রাম। বান্দরবানের জনগণকে আন্দোলনের সঙ্গে যুক্ত করতে নতুন জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভা শেষে নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবান জেলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ভোক্তা অধিকার লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ মোকাবেলায় সিআরবি মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে নেতৃবৃন্দ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102