বিশেষ প্রতিনি: মো: আব্বাস উদ্দীন ধ্রুব।
কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) নরসিংদী জেলা শাখার উদ্যোগে অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রূল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নরসিংদী জেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
মোঃ রতন মিয়া, সিনিয়র সহ-সভাপতি, ডাঃ আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু), যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মামুন ভূঁইয়া, অর্থ সম্পাদক, মোঃ তানভীর আহমেদ ভুঁইয়া, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লুৎফর রহমান, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং সম্পাদক, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং বিভাগের প্রতিনিধি, আনিসুর রহমান, শিশু-কিশোর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কার্যনির্বাহী সদস্যগণ— মোঃ সিরাজ খান, রেহেনা বেগম, পারভিন আক্তার, মোঃ মহরম আলী, মোঃ জালাল মিয়া, মিনু মিয়া, মোসাঃ পারু বেগম প্রমুখ।
কর্মশালায় অ্যাক্টিভিস্টদের কার্যক্রমের মানোন্নয়ন, মাঠপর্যায়ের মনিটরিং, প্রতিযোগিতা (কনটেস্ট) পরিচালনার নিয়মাবলি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুল হান্নান মানিককে ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি এবং নগেন্দ্র নাথ বনিককে নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব এবং পদোন্নতি প্রদান করায় শাখা কমিটির পক্ষ থেকে সিআরবি’ কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত নেতাদের শাখা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে উপস্থিত অ্যাক্টিভিস্টদের মাঝে বিভিন্ন সনদপত্র বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে সদস্যদের নিজ নিজ এলাকার শীতকালীন, সবজি ও ফসলাদীর বিক্রয় মূল্য বিষয়ে ভিডিও স্বক্ষাতকার সংগ্রহের আহ্বান জানানো হয়।