নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন
মো:আব্বাস উদ্দীন ধ্রুব
-
প্রকাশের সময় :
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
-
১৭৯
বার পড়া হয়েছে
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট প্রাঙ্গণ হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানব মর্যাদা সংরক্ষণ এবং অধিকার প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন— মানবাধিকার রক্ষা করা শুধু সংগঠন বা সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, নির্বাহী সহ–সভাপতি মোঃ রতন মিয়া, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খান।
এ ছাড়াও র্যালিতে অংশ নেন সদস্য সবুজ মিয়া, আলী হোসেন, তানভীর আহম্মেদ, তাজুল ইসলাম, অলিউল্লাহ, মানিক, নূরজাহান, আছমা, মনির হোসেন, তাজমহল, রনি মোল্লা, রনি, রাসেল, আহমেদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি সম্মান রেখে সমাজে ন্যায়, সমতা ও ভ্রাতৃত্বের বোধ ছড়িয়ে দিতে হবে। বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে কাজ করলেই একটি মানবিক ও অধিকারসম্মত সমাজ গড়ে তোলা সম্ভব।
র্যালি ও আলোচনা সভা শেষে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ