ভারতীয় উপমহাদেশের বরেণ্য বিপ্লবী মাস্টারদা সূযসেনের সহ যোদ্ধা ও সিআরবি’র স্থপতি বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী’র ১১১তম জন্মদিন উদযাপিত।করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এ আয়োজন সম্পন্ন করা হয়। জন্মউদযাপন উপলক্ষ্যে ১০ই জানুয়ারী ২০২১ইং রোজ রবিরার ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস-সিআরবি’র আয়োজনে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে বলুয়ার দীঘি মহা-শ্বশানে বিপ্লবীর শ্বশান বেদীতে পুস্পস্তবক অপণ করে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তাপস হোড় এডভোকেট চন্দন দাশ, সদস্য অনিল চৌধুরী, মহানগর কমিটির সদস্য স্বপন কান্তি দাশ, মো: ফেরদৌস আলী, বাবুল দাশ, সিআরবির মহাসচিব কে জি এম সবুজ সহ প্রমুখ।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবগ এবং সংগঠনও শ্রদ্ধা নিবেদন করেন।