মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৬৭১ বার পড়া হয়েছে
অনলাইন ডেক্স :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটিকয়েক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।’

ড. মোমেন বলেন, ‘আমি জানি, পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে। অনেকে প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। যেহেতু এটি বিচারাধীন বিষয়, সে জন্য বিস্তারিত কথা বলতে চাই না। এটি আমার বিষয় নয়। কিন্তু এটি অনভিপ্রেত ও দুঃখজনক। আমি আশা করবো, এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

এ সময় গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, ‘সংবাদমাধ্যম দেশের বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশকাণ্ড শুনেছি। আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি। আপনাদের কারণে সেই শাহেদ করিমের তথ্য পেয়েছি। সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন।’

এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যথার্থ মন্তব্য করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সহকর্মীরা বলেছেন, রোজিনা ইসলামের ন্যায়বিচার হবে। তারা বলেছেন, এটি দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

তথ্যসূত্র : অনলাইন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102