রংপুর প্রতিনিধি:
“নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়ন দায় সভার” শিরোনামে ক্রেতা সুরক্ষার বেসরকারী উদ্যোগ–কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ–সিআরবি রংপুর জেলা শাখায় নতুন কমিটির পরিচিতি সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে সিআরবি’র রংপুর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল উদ্যোক্তা জনাব মোঃ মফিজুল হোসেন চান।
প্রধান অতিথি জনাব মোঃ মফিজুল হোসেন চান বলেন, আগামী পবিত্র রমজান মাসকে সামনে রেখে ক্রেতা সুরক্ষার জন্য সিআরবি’র কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান। যাতে ‘কোন ব্যবসায়ী যেন বাজারে পন্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে । ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানতে হবে। জনসচেতনতায় প্রচারাভিযান বাড়াতে হবে। ভোক্তা অধিকার লংঘন করে এমন অপরাধীকে আইন অনুযায়ী কঠোর ভাবে শাস্তির আওতায় আনার উদ্যোগ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সম্মনিত অতিথি মোঃ জুয়েল, আলমগীর হোসেন আলম ও সাংবাদিক আফজাল হোসেন । এছাড়াও নবগঠিত রংপুর সিআরবি জেলা শাখার সকল নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুধুতে সংগঠনের পক্ষ থেকে নবীন সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
মোঃ শহিদুল ইসলাম খোকন- সভাপতি , মোঃ রকিবুল হাসান পরাগ- সাধারণ সম্পাদক ও মোঃ মুকুল মিয়া’কে সাংগঠনিক সম্পাদক করে কেন্দ্রীয় কার্য়ালয় থেকে অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কেটে রংপুর শাথার নতুন কমিটি ও নবীনদের বরণ করা হয়। আনুষ্ঠানে কায়নির্বাহী সদস্যদের ওয়েব ভেরিফাইড আইডি কার্ড, সাংগঠনিক প্রোফাইল ও আইনের বই হস্তান্তর করা হয়।