ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট-সিআরবি’র খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ।
প্রকাশের সময় :
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
৯০
বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি:
“নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়ন দায় সভার” শিরোনামে ক্রেতা সুরক্ষার বেসরকারী উদ্যোগ-কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র, সিআরবি’র খাগড়াছড়ি উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
প্রধান অতিথি নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘খাগড়াছড়ি এতো সুন্দর একটি ভোক্তা অধিকার সংগঠন আছে যে এটা আমাকে খুবই আনন্দিত করেছে। এ সংগঠনের মাধ্যমে ভোক্তাদের অধিকার আদায়ে কাজ করতে আমি সংগঠনের পাশে দাঁড়াব। আমরা আগামী পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে অভিযান চালাবো।’
তিনি আরও বলেন, ‘কোন ব্যবসায়ী যেন বাজারে পন্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার সংগঠনকে কাজ করতে হবে। আমাদের নিজেদের সচেতন হতে হবে। ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানতে হবে। জনসচেতনতায় প্রচারাভিযান বাড়াতে হবে। ভোক্তা অধিকার লংঘন করে এমন অপরাধীকে আইন অনুযায়ী কঠোর ভাবে শাস্তির আওতায় আনতে হবে।’
সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এ টি এম রাশেদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, উপদেষ্টা ধীমান খীসা, উপদেষ্টা বিম্বীসার খীসা, সিআরবি’র জেলা সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ।
সিআরবি জেলা সহ-সভাপতি দিদারুল আলম রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল করিম সহ নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ। এর আগে সংগঠবের পক্ষ থেকে নবীন সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
বর্তমান সভাপতি এ টি এম রাশেদ উদ্দীন কে পুনরায় সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ কে পুনরায় সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক হাসানুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৬৭ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটিও ঘোষণা করা হয়।