লাগামহীন ঘোড়ার ন্যায় উর্ধ্বগতিতে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য
মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব
প্রকাশের সময় :
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
১০০
বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি : মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব, লালমনিরহাট।
বাজারে কিছু অসাধু এবং লোভনীয় ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেটের কারণে আজকাল বাজারের দ্রব্য মূল্যের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই ভোগান্তির শিকার হতে হচ্ছে সমাজের নিম্ন আয়ের সাধারণ মানুষগুলোর । যাদের নুন আনতে পানতা ফুরায়, সেসব সাধারণ নিম্ন আয়ের ক্রেতাগন বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ।
বাস্তব পরিস্থিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে চাল নিলে তরকারি হয় না,তরকারি নিলে চাল হয় না।মাছ মাংস তো দূরের কথা, বাজারে গিয়ে হাবুডুবু খাচ্ছে এসব ক্রেতাগন। লালমনিরহাট সহ এর পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে এই পরিস্থিতি দেখা গেছে ।
বিশেষ করে উপজেলার সীমান্তবর্তী এলাকার দৈনিক বাজার, সাপ্তাহিক হাট-বাজার কিংবা সকল বাজার গুলোতে এরকম পরিস্থিতি চোখে পড়ে। অন্যান্য বাজারের তুলনায় কাশিয়াবাড়ী বটতলাবাজার,শটিবাড়ী সাংকারচওড়া বাজার, মহিষতুলী চৌপথির বাজার দুলালী বাজার,উল্লেখিত এসব হাট-বাজার গুলোতে পরিস্থিতি ভয়াবহ। যদিও স্বাভাবিক রয়েছে পেয়াঁজ ,মরিচ, আলু ,বেগুনের দাম।
কিন্তু লাগামহীন ঘোড়ার ন্যায় উর্ধ্বগতিতে বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি দ্রব্যের মূল্য। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আটা ,ময়দা, মাছ, মাংস, দুধ, কলা, ডিমসহ আরও কয়েকটি দ্রব্যের মূল্য অন্যতম।
সকাল বাজারে আসা ক্রেতা আজিজুল হক সোনাতন মিয়া ইদ্রিস আলী মজিবুর রহমান সহ আরও অনেকেই জানান যে,রমজানের আগে যে কলা জাত অনুসারে প্রতি হালি বিক্রি হতো ১০/২০টাকাতে বর্তমান চলতি রমজানে তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৫/৩০ টাকায়। প্রকারভেদে ৪০টাকা পর্যন্তও। বর্তমান রমজানে প্রতি লিটার গাভীর দুধ বিক্রি হচ্ছে ৮০/৯০টাকাতে,এর আগে প্রতি লিটার গাভীর দুধ বিক্রি হতো ৪০/৫০টাকা পর্যন্ত।