কালীগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল ও ১টি রেজিঃ বিহীন মোটর সাইকেল জব্দ : ১ জন আসামী গ্রেফতার।
মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব
প্রকাশের সময় :
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
৬৮
বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা প্রতিনিধি : আনোয়ারুল ইসলাম অপূর্ব।
লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানের টিম কর্তৃক থানা এলাকার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজার ৩নং ওয়ার্ডের জনৈক মোঃ জালাল উদ্দিনের বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে চাপারহাট হইতে উত্তর জাওরানীগামী কাচা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক ১। মোঃ রবিউল ইসলাম(বাবু (২২),পিতা- মৃত দুলাল মিয়া,সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা,জেলা- লালমনিরহাট কে ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয় এবং মোটরসাইকেলের পিছনের ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি তল্লাশীকালে মোটরসাইকেলের ডান পার্শ্বে শকাফ এর হুকের সাথে আটকানো সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতর লাল রংয়ের নেটের ভিতর হইতে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।