লালমনিরহাট জেলা প্রতিনিধি : আনোয়ারুল ইসলাম অপূর্ব :
লালমনিরহাট পুলিশ সুপার মহোদয় এর দিক নির্দেশনায় জনাব এ কে এম ফজলুল হক, এ সার্কেল লালমনিরহাট ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ রাসেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানার, ১নং মোহগলহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুরুল গ্রামের পলাতক আসামী ১। মানিক চন্দ্র রায় (৪৩), পিতা-সুবাস চন্দ্র ,স্থায়ী: গ্রাম- কুরুল, ওয়ার্ড নং-৪, উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা –লালমনিরহাট এর বসতবাড়ীর রান্না ঘরের ভিতর হইতে ৯ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ঐ সময় আসামী তার বসতবাড়ী থেকে কৌশলে পালিয়া যায়।
অপর ১টি অভিযানে এসআই মোঃ রুহুল ইসলাম লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের থানা পাড়া মৌজার জনৈক নাসির উদ্দিন এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট সহ ১নং আসামী বাবলু ওরফে ঝামা বাবলু (৪০), পিতা-মৃত জামাল উদ্দিন, মাতা-মোছাঃ বুলবুলি বেগম ,স্থায়ী: গ্রাম- শাহজাহান কলোনী (রসুলপুর ডালপট্টি) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, ও ২য় মোঃ নাসির উদ্দিন(৫০), পিতা-মৃত আঃ হাকিম, মাতা-মৃত আমেনা বেগম ,স্থায়ী: গ্রাম- থানা পাড়া (পুকুরপাড়, ০৮নং ওয়ার্ড, লালমনিরহাট পৌরসভা) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।