লালমনিরহাট জেলা প্রতিনিধি : মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব :
লালমনিরহাটে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব বাদল কুমার মন্ডলের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই দীপ্ত কুমার সিং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানার ২ নং কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী ডিপের পাড়ে, নদীর ধারে জুয়া খেলার আসর হইতে আসামী গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১) মোঃ জামাল হোসেন (৪৭), পিতা-মৃত কাশেম আলী, মাতা-শহর বানু, ২) মোঃ নাসির উদ্দিন (৪৮), পিতা-মৃত হারুণ মাস্টার, মাতা-মোছাঃ রহিমা বেগম, ৩) মোঃ আলম মিয়া (২১), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছা-ছায়েরা , ৪) মোঃ মিজানুর রহমান (২১), পিতা-মোঃ জামাল হোসেন, মাতা-মোছাঃ হাসিনা বেগম,৫) মোঃ আল আমিন হোঃ (২৮), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মোছাঃ সালেকা , সর্ব সাং-চরখাটামারী, থানা ও জেলা-লালমনিরহাটদেরকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।