শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে : সিআরবি বাজার পর্যবেক্ষণ কার্যক্রম। বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার কমিটি গঠন: সভাপতি মনজুর এলাহী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক; সিআরবি’র উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা শাখার কমিটির  শপথ গ্রহণ নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজিউমার রাইটস বাংলাদেশ CRB অভিযান আশুলিয়ায় একাধিক ছাত্র হত্যা মামলার আসামি জামান মীর সংগঠিত করছেন আ.লীগ সৌরভ হোসেনকে আরটিভি হতে বহিষ্কার সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত বেকার এখন ২৫ লাখ ৯০ হাজার : দেশে নারীর চেয়ে পুরুষ বেকার বেশি মিলাররা চালের বস্তায় দাম লিখতে চান না যে কারণে বিএসটিআই থেকে ২২ প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান

শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে : সিআরবি বাজার পর্যবেক্ষণ কার্যক্রম।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

১০ জুলাই বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট-কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার পযবেক্ষণ কাযক্রমের অংশ হিসাবে শ্রীমঙ্গল শহরের নামি দামি মিষ্টির দোকান পযবেক্ষণ করা হয়।

এসময়  দেখা যায় হবিগঞ্জ রোডস্থ শ্যামা সুইট এন্ড রেস্টুরেন্টে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন মিষ্টি এবং ওজন উল্লেখ বিহীন দৈই বিক্রয় করা হচ্ছে। এই দোকান বিএসটিআই এর লাইসেন্স না নিয়ে দধি এবং মিষ্টির ব্যবসা পরিচালনা করছে ।

ঘোষ ভাণ্ডারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তরিখ বিহীন মিষ্টি এবং ওজন বিহীন অবস্থায় দধি বিক্রয় করতে দেখা যায়।এই দোকানের মিষ্টি খোলা অবস্থায় রাখা ছিল যার মধ্যে মাছি মরে পড়ে থাকতে দেখা যায়। এই দোকানও বিএসটিআই এর লাইসেন্স ছাড়া দধি এবং মিষ্টির ব্যবসা করছে।

মৌলভীবাজার রোডস্থ সুদা মিষ্টান্ন’তে সব ধরণের মিষ্টি জাতীয় পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন অবস্থায় বিক্রয় করতে দেখা যায়। এছাড়াও মিষ্টি দ্রব্য ভোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ করা ছিল এবং মিষ্টিতে ময়লা বিদ্যমান ছিল। মিস্টির প্যাকেট ময়লা স্থানে স্তুপ করে রাখতে দেখা যায়। সুদা মিষ্টিান্নতেও বিএসটিআই এর লাইসন্স ছিল না ।

বেঙ্গল ফুড-২ এ দই এর উৎপাদন ও মেেোদ উত্তীর্ণের তারিখ ছিল না এবং ওজন বিহীণ অবস্থায় পণ্য বিক্রয় করতে দেখা য়ায়। এই দোকানে সেপ্টম্বর ২০২৪ইং-এর  মেয়াদোর্ত্তীণ ফুলকলির সেমাই প্যাকেট সেলফে পাওয়া যায়। এছাড়াও মধুবন, রাজমহল, টেস্টি ট্রিট ইত্যাদি প্রতিষ্ঠানের বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

তবে কোন দোকানেই মূল্য তলিকা পাওয়া যায় নি। তবে অনেক দোকানে মেয়াদউত্তীর্ন তারিখ অতিক্রম করার পরও পন্য দোকানের তাকে সাজিয়ে রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। সিআরবি’র পর্যবেক্ষক টিম যে সকল দোকানে অনিয়মের তথ্য-প্রমান পেয়েছেন তা নোট করে স্থানীয় প্রশাসনকে লিখিত ভাবে অবহিত করার জন্য সংশ্লিস্ট দোকান মালিক/ম্যানেজারের স্বাক্ষর সংগ্রহ করেছেন।

বাজার পর্যবেক্ষণ টিম ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আইনের বিভিন্ন ধারার অপরাধ এবং শাস্তির বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। যে সকল দোকানে মূল্য তালিকা নেই তাদের মূল্য তলিকা প্রদর্শনের জন্য অনরোধ জানানো হয়। ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারা অনুযায়ী প্রত্যেক দোকানে দৃশ্যমান জায়গায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। কোন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী এসব আইন সম্পর্কে অবগত নয়। দোকানের সাইনবোর্ড নেই, বিক্রয় রশিদ নেই, অপরিচ্ছন্ন পণ্য মজুত এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন পণ্য বিপনণ চলছে।

ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র শ্র্রীমঙ্গল উপজেলা মাখঅর পক্ষ থেকে সরকার সংশ্লিষ্ট : জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ঔষধ প্রশাসন ও কৃষি বিপনণ অধিদপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং এর আহ্বান জানানো হয়।ক্রেতা সুরক্ষার জন্য সরকার এই ৫টি সংস্থা প্রতিষ্ঠা করলেও নিয়োগ প্রাপ্তদের নৈতিকতা, যোগ্যতা ও জবাবদিহিতার অভাবে মাঠ পর্যায়ে তাদের বাজার মনিটরিং কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে না। এতে সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নি:স্ব।

শ্রীমঙ্গল উপজেলা শাখার বাজার পর্যবেক্ষণে অংশগ্রহণ করেন শাখার সভাপতি-গোলাম রহমান মামুন, সাধারণ সম্পাদক-মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-মোঃ আমজাদ হোসেন, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-সাইফুল ইসলাম সাব্বির সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102