বায়ুদূষণে ফের শীর্ষস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে আজ ঢাকার বাতাস।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত গড়ে ঢাকা প্রথম স্থানেই আছে এবং দূষণের মাত্রা গড়ে ৫০২ পর্যন্ত উঠেছিল।
সূচকে দেখা যাচ্ছে, ঢাকার প্রতি ঘণমিটার বাতাসে সুক্ষ ধূলিকনার (পিএম ২.৫) উপস্থিতি পাওয়া গেছে ৩৭৯.৪ মাইক্রোগ্রাম। যা মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি বলে মনে করছেন চিকিৎসকরা।
বাতাসে স্বাভাবিক দূষণের মাত্রা ৫০ একিউআই। অথচ ঢাকার বাতাস তার চেয়ে কয়েক গুণ বেশি। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে বারিধারা-আমেরিকান এম্বেসির কাছাকাছি এলাকা।