“শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেণীর সোনাগাজী পৌরসভায় অনলাইনভূক্ত বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, প্যানেল মেয়র শেখ কলিমুল্যাহ রয়েল, কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা, ইমাম উদ্দিন, সাখাওয়াত হোসেন আলাউল, আইয়ুব আলী খাঁন, মোহাম্মদ ইয়াছিন, শেখ আব্দুল হালিম মামুন প্রমুখ।
এসময় সোনাগাজী পৌরসভার অনলাইনভূক্ত ১হাজার একশত নাগরিকদের মাঝে ভাতর বই বিতরণ করা হয়।