ফুলগাজীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম গতকাল (১০জানুয়ারী) রবিবার সকালে কর্মস্থলে যোগদান করেছেন। গতকাল তিনি ফুলগাজীতে প্রথম কর্মদিবস শুরু করেন।
৩০ তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা ফেরদৌসী বেগম পদোন্নতি পেয়ে অক্টোবর ‘১৭ হতে মার্চ ’১৯ চাঁদপুর জেলায় আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।পরে একই বৎসর এপ্রিলে চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাসিন্দা ফেরদৌসী বেগম ২০১৬-১৭ সালে ফেনীর দাগনভুঞায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।
তিনি চট্টগ্রাম সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে এসএসসি ও পরে আগ্রাবাদ মহিলা কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হন।
এরপর চট্টগ্রাম সিটি কলেজ হতে অনার্স-মাস্টার্স সমাপ্তি করে ২০১২ সালে তিনি সরকারী কর্মকর্তা হিসেবে প্রথম কর্মজীবনে প্রবেশ করেন।
নতুন কর্মস্থলে যোগদান করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে ফুলগাজীকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে ফুলগাজী হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।
ব্যক্তিগত জীবনে তিনি ১মেয়ে ও ১ছেলের জননী।চট্টগ্রামের বাসিন্দা স্বামী বেলাল উদ্দিন কর্মজীবনে কাস্টমসে রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকার গুলশান ডিভিশনে কর্মরত।