অদ্য ২৩ জুলাই শনিবার লোহাগাড়া উপজেলায় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সি.আর.বি লোহাগাড়া উপজেলা শাখার কমিটি পুনর্গঠণ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন অনুষ্ঠিত হয়। মৌলানা মাহফুজ হক, সঞ্চালনায় সিএ. ডাঃ কলিম উল্লাহ আহবায়ক, সাংবাদিক সিএ. মাহমুদুল হকের সভাপতিত্বে শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন সিআরবি’র লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি সিএ.শাহনেওয়াজ চৌধুরী শাহীন । বিকাল তিন টায় বটতলী দি জামান হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কমিটির সদস্য সিএ. আবুল কাসেম, সিএ. এড, মোঃ ইলিয়াছ, সাংবাদিক জাহাঙ্গীর, সাংবাদিক কামরুল ইসলাম, মোঃ সেলিম, উপস্থিত ছিলেন। আজকের বৈঠক ছিল নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।