ক্রেতা সুরক্ষা আন্দোলন-ভলান্টারি মুভমেন্ট-কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে আজ ১৩ডিসেম্বর সকাল ১১টায় ক্রেতা সুরক্ষায় উপজেলার ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও পণ্য বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন পত্র হস্তান্তর করা হয়। কারণ বেশীর ভাগ ব্যবসায়ী পণ্য ক্রয় মূল্যের উপর ভিত্তি করে পণ্য বেচা-কেনা করেন না। ব্যসায়ীরা সিন্ডিকেটের মোবাইল ফোনের সংবাদের ভিত্তিতে পণ্য কেনা-বেচা করেন। অনৈতিক পণ্য মূল্য বৃদ্ধির কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দিন দিন ভোক্তাদের ক্রয় ক্ষমতা বিলুপ্ত হচ্ছে। এতে মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তাই উপজেলার হাট বাজার ও দোকান সমূহে অবৈধ ব্যবসা বন্ধে ও ক্রেতা সুরক্ষার বৃহত্তর স্বার্থে সিআরবি সামাজিক প্রতিরোধের অংশ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
সিআরবি’র কর্মকর্তাদের সাথে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সাথে বাজার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন, কনজিউমার রাইটস সিআরবির নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক , সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ, মেহেদী হাসান যুগ্ম সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিপ্লব,
প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু), সচেতনতা , যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক নাজমুল হোসেন অপু, নরসিংদী সদর উপজেলা কমিটির সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কার্যনিবাহী সদস্য মোঃ শাহিন (কাউছার) সিআরবি’র নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক এর সহযোগিতায় আলোচনা শেষ হয়।