ফেনীর পরশুরামে পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লা মজুমদার, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর ভুইঞা, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিম প্রমুখ।