আসন্ন ফেণীর পরশুরাম পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
শনিবার (১৬জানুয়ারি) পরশুরাম নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাজেল চৌধুরী পর পর তিনবার আওয়ামীলীগের মেয়র পদে নিবাচনে অংশ নিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময়ে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মাস্টার নুরুর আলম মাসুক, বনিক সমিতির সভাপতি আবু তালেব মজুমদার(বড় তালেব)।
মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল সাংবাদিকদের বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিকল্প নাই।
তিনি মেয়র পদে নির্বাচিত হয়ে পরশুরাম পৌরসভাকে সম্পুর্ন মাদক ও দুনীর্তি মুক্ত করার প্রতিশ্রুতি দেন। সাজেল চৌধুরী জানান তিনি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরশুরাম পৌরবাসির সহযোগিতা ও দোয়া কামনা চেয়েছেন। পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার বলেন পরশুরাম উপজেলায় বর্তমানে রাজনৈতিক সহ অবস্থান বিরাজ করছে।
রাজনৈতিক পরিবেশ অত্যান্ত শান্তিপুর্ন, যেকোন দলের যেকেউ প্রার্থী হতে কোন বাধা নেই। কামাল উদ্দিন মজমুদার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেল চৌধুরীকে পুনরায় মেয়র পদে মনোনয়ন দেয়ায় ফেনী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি , আওযামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম জানান সাজেল চৌধুরীর মনোনয়ন ফরম জমা দেয়ার খবর শুনে হাজার হাজার দলীয় নেতাকর্মী জমায়েত হতে আগ্রহী ছিলেন, কিন্তু নির্বাচনী আচরন বিধি মেনেই নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুধুমাত্র ৫ জন বিশিষ্ট জনকে সাথে নিয়ে আওযামীলীগের প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।