ফেনীর ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও ফেরদৌসী বেগমকে ফুল দিয়ে বরণ করলো ফুলগাজী উপজেলা জাসদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বেলা নবনিযুক্ত কর্মকর্তাকে বরণ করতে উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমবেত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম জাসদ নেতৃবৃন্দের সাথে কুশলাদী বিনিময় করেন।
তিনি সরকারের গৃহীত কার্যক্রমে মুক্তিযোদ্ধা সহ সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় উপজেলা জাসদের সভাপতি মাস্টার দুলাল বৈদ্যের নেতৃত্বে দলটির উপজেলা সহ-সভাপতি ইঞ্জিঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুঞা,ফুলগাজী সদর ইউনিয়ন জাসদের সাঃসম্পাদক কাজী দাউদ, মুন্সীরহাট ইউনিয়নের সভাপতি আবুল কাসেম,জিএমহাটের সভাপতি আবুল বশর,আনোয়ার হোসেন, হাজী কবির আহাম্মদ ও শিমুল ঘোপ ও প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফেরদৌসী বেগম ইতিপূর্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।তিনি গত ১০ জানুয়ারী ফুলগাজীতে যোগদান করেন।