“বিশ্ব মানবাধিকার ভিশন” এর ফেনী জেলা শাখা ৫১ সদস্যের কমিটি সদর দপ্তর বারিধারায় চেয়ারম্যান ডাঃ এম. মোক্তার হোসেন এবং মহাসচিব জনাব হারুন অর-রশীদ, প্রতিষ্ঠাতা পরিচালক প্রশাসন,সালাউদ্দিন মহোদয়। সম্পাদক জনসংযোগ,নায়েম
তালুকদার মহোদয়’সহ সদর দপ্তরের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে গত ৩০ ডিসেম্বর অনুমোদন দিয়েছেন।উক্ত নতুন কমিটির সভাপতি মাষ্টার,আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক সাংবাদিক,মনজুর আহমেদ, ফরহাদ। অন্য সদস্যগণের নামের তালিকা পরে প্রকাশ করা হবে।
একই সাথে বিশ্ব মানবাধিকার ভিশন এর লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য কে যথাযথ পরিপালনের জন্য গুরুত্বপূর্ণ দিক- নির্দেশনা দেন সদর দপ্তরের কর্মকর্তাগণ।
সদর দপ্তর বিশ্বাস করে, WHRV’র ফেনী জেলা শাখার মাধ্যমে অত্র অঞ্চলে মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ভিশনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করবেন।
ফেনী জেলা শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর পক্ষ হতে মহাসচিব ও চেয়ারম্যান মহোদয়’সহ সদর দপ্তরের সকল কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য মনজুর আহমেদ ফরহাদ news24tv’র ফেণী জেলা প্রতিনিধি ও ভোক্তা অধিকার সি.আর.বি ফেণী জেলা শাখার সাধারণ- সম্পাদক এবং দৈনিক দেশ রুপান্তর/ফেণীর শক্তি পত্রিকার ফুলগাজী উপজেলা প্রতিনিধি।