বিশ্ব মানবাধিকার ভিশন ফেণী জেলা শাখা কমিটির সমন্বয় ও আলোচনা সভা আজ ২২ জানুয়ারী বিকাল ৪-ঘটিকার সময় ফেণী শহরের পাঠান বাড়ি রোড়ের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কমিটির সমন্বয় ও আলোচনা সভায় অডিও কলের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় সদর দপ্তরের মাননীয় চেয়ারম্যান ডাঃ এম.মোক্তার হোসেন।ভিডিও কলের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় সদর দপ্তরের প্রতিষ্ঠাতা পরিচালক প্রশাসন জনাব, সালাউদ্দিন সাহেব।
ভিডিও কলের মাধ্যমে বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন,কেন্দ্রীয় সদর দপ্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক- জনসংযোগ জনাব,এম.এ.নায়েম তালুকদার সাহেব।
অডিও কলের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় সদর দপ্তরের বিশিষ্ট মানবাধিকার সভানেত্রী জনাবা,জাহানারা আক্তার।একই সাথে বিশ্ব মানবাধিকার ভিশন এর লক্ষ্য,আর্দশ ও উদ্দেশ্য কে যথাযথ পরিপালনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সদর দপ্তরের কর্মকর্তাগণ।
সভাপতিত্ব করেন, মানবতাবাদী মাষ্টার আবদুল আউয়াল সাহেব। সঞ্চালনা করেন,সাধারণ-সম্পাদক মনজুর আহমেদ,ফরহাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মানবতাবাদী মাষ্টার কাজী রফিকউল্লাহ সাহেব। মানবতাবাদী সাংবাদিক,মাষ্টার নাজমুল হক। মানবতাবাদী সাংবাদিক,রশিদ আহমেদ, রাশেদ। মানবতাবাদী,নুরুল আলম সাহেব।
মানবতাবাদী,হাছান ঈমাম নয়ন। মানবতাবাদী সাংবাদিক, নুরুল হুদা মিয়াজী রাসেল। মানবতাবাদী, বাবু,সুমন পাল’সহ সকল মানবাধিকার কর্মী’গণ এ সময় উপস্থিত ছিলেন।