লালমনিরহাট জেলা প্রতিনিধি : আনোয়ারুল ইসলাম অপূর্ব :
লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে চালিয়ে, ১২/০৪/২০২৪ইং রোজঃশুক্রবার বেলা ০১টা ৩০মিনিটে লালমনিরহাট সদর থানার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারের ২০০ গজ উত্তরে লালমনিরহাট থেকে রংপুর গামী মহাসড়কের কালভার্টের উপর হইতে একটি সিনএনজির পিছনের ইঞ্জিনের কভারের বাম পার্শ্বে বিশেষ কায়দায় রক্ষিত বক্সের ভিতর থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক ( ১) মোঃ মমিনুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-চন্দ্রখানা, থানা-ফুলবাড়ী, জেলা-লালমনিরহাট কে আটক করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। উদ্ধারকারি অফিসার: এস আই /নিজাম উদ দৌলা ও সঙ্গীয় ফোর্স।
